বুখারী শরীফ আরবি-বাংলা-১-১০ খণ্ড pdf_free Download-Bukhari Sharif Arabic-Bengali

🔹পুর্ণ নাম

الْجَامِعُ الْمُسْنَدُ الصَّحِيحُ الْمُخْتَصَرُ مِنْ أُمُورِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُنَنِهِ وَأَيَّامِه.

🔹প্রসিদ্ধ নাম: সহীহ বুখারী (صَحِيحُ الْبُخَارِي)

🔹লেখক: আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল রহ.।

★ হাদিস সংখ্যা:

🔹ইমাম বুখারী রহ.-এর প্রায় ৬ লাখ হাদীস মুখস্থ ছিল। তিনি ৬ লাখ হাদিস হতে যাচাই বাছাই করে ১৬ বছর নিরলস সাধনা করে এ প্রসিদ্ধ ও বিশুদ্ধ কিতাবটি লিখেছেন।

🔹ইবনে আল সালাহ-এর হিসাব মতে: "দ্বিরুক্তি" সহ বুখারী শরীফে হাদীসের সংখ্যা ৭২৭৫। দ্বিরুক্তি বাদ দিলে হাদিসের সংখ্যা দাঁড়ায় – ২,২৩০।

----------------------------------------
Download Link


    ইমাম বুখারী রহ.

    ☆ জন্ম:

    ★ তিনি ১৩ই শাওয়াল শুক্রবার, ১৯৪ হিজরীতে (৮১০ খ্রিষ্টাব্দ) খোরাসানের বুখারাতে (বর্তমানে উজবেকিস্তানের অংশ) জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইসমাইল ইবনে ইব্রাহিম। তার দাদার নাম ইব্রাহিম।

    ★ মৃত্যু:

    🔹১ সেপ্টেম্বর ৮৭০(বয়স ৬০) ১ শাওয়াল ২৫৬ হিজরী (৬২ বছর)

    বুখারী শরীফের ইতিহাস

    🔹ইমাম বুখারী রহ -এর জীবনের শ্রেষ্ঠতম কর্ম হচ্ছে এই হাদীসগ্রন্থের রচনা। তিনি স্বীয় শিক্ষক ইসহাক বিন রাহওয়াইহ রহ. থেকে এই গ্রন্থ রচনার প্রেরণা লাভ করেন। একদিন ইসহাক এমন একটি গ্রন্থের আশা ব্যক্ত করেন, যাতে শুধু সহিহ হাদীস লিপিবদ্ধ থাকবে। ছাত্রদের মাঝে ইমাম বুখারী তখন এই কঠিন কাজে অগ্রসর হন। 


    🔹 ২১৭ হিজরী সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি মক্কা শহরের হারাম শরীফে এই গ্রন্থের জন্য হাদীস সংকলন শুরু করেন। দীর্ঘ ১৬ বছর পর ২৩৩ হিজরী সনে এর সংকলনের কাজ সমাপ্ত হয়।


    🔹ইমাম বুখারী রহ.-এর ৪হাজার ওস্তাদ ছিলেন। সারা জীবনে, ইলম তলবের জন্য তিনি এত বেশি ভ্রমণ করেছিলেন, হিসাব করলে দেখা যায় তার ভ্রমণপথ প্রায় আড়াইবার বিশ্ব ভ্রমণের সমান হবে।


    🔹বুখারী শরীফের জন্য হাদীস সংকলন কালে তিনি প্রতিদিন রোজা রাখতেন এবং প্রতিটি হাদীস পাণ্ডুলিপিতে সন্নিবেশনের পূর্বে গোসল করে দু' রাকাত নফল নামাজ আদায় করে মুরাকাবা ও ধ্যানের মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতেন। 


    🔹এ গ্রন্থে তিনি শুধু সহিহ হাদীস-ই সংকলন করেননি, বরং সহিহ হাদীসের মধ্যে যেগুলো তার নির্ধারিত শর্ত উত্তীর্ণ হয়েছে কেবল সেগুলো গ্রহণ করেছেন। 


    🔹অপর বর্ণনা হতে জানা যায় যে, ইমাম বুখারী তার স্বীয় কিতাবের শিরোনামসমূহ রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং মসজিদে নববীর মধ্যস্থলে বসে লিখেছেন। এ সময় তিনি প্রতিটি শিরোনামের জন্য দু' রাকা'আত নফল সলাত আদায় করতেন।


    হ্যাশ ট্যাগ: 

    • বুখারী শরীফ এর পুরো নাম কি?
    • বুখারী শরীফের হাদীস সংখ্যা কত?
    • ইমাম বুখারী কোথায় জন্মগ্রহণ করেন?
    • বুখারী শরীফ সব খন্ড একত্রে 
    • বুখারী শরীফ আরবী-বাংলা pdf  
    • সহীহ বুখারী শরীফ বাংলা অনুবাদ
    • সহীহ বুখারী শরীফ ১-১০ খণ্ড 



    Post a Comment

    0 Comments