✦───【About This App】───✦
আলহামদুলিল্লাহ ✨ অল্প সময়ের মধ্যেই আমাদের এই অ্যাপটি ১৫,০০০+ ডাউনলোড অতিক্রম করেছে। একজন নতুন অ্যাপ ডেভেলপার ও লেখক হিসেবে এটি আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা ও আনন্দের বিষয়। আপনাদের আগ্রহ ও ভালোবাসার ফলে অ্যাপটি ইতিমধ্যে তিনবার আপডেট করা সম্ভব হয়েছে ✅
ইনশাআল্লাহ 🌙 খুব শিগগিরই উচ্চারণসহ নতুন সংশোধনী ও উন্নত ফিচার নিয়ে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে। তবে লক্ষণীয় বিষয় হলো—ডাউনলোডের সংখ্যা অনেক হলেও রিভিউ খুবই কম 😔
একটি রিভিউ ✍️ দেওয়া যেমন সময়সাশ্রয়ী, তেমনি এটি আমাদের কাজের মান উন্নয়নে সাহায্য করে। তাই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের উৎসাহিত করবেন, এই প্রত্যাশা করছি।
অ্যাপ তৈরি ও পরিচালনায় সময় ⏳ এবং অর্থ 💰—দুটোরই প্রয়োজন হয়। কিন্তু আমার হাতে দুটোই সীমিত। যার ফলে অনেক দরসী ও শিক্ষামূলক কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে 📚 তাই এ কাজগুলো দ্রুত শেষ করতে একটি ছোট্ট সহায়তা গ্রহণের পরিকল্পনা করছি— সর্বোচ্চ ৫০ টাকা হতে পারে 💵 ইনশাআল্লাহ এটি সদকায়ে জারিয়াহ হিসেবে গণ্য হবে।
তাছাড়া দেশের অনেক মাদরাসার ওস্তাদগণ অনুরোধ করেছেন— উর্দু তেসরী কিতাবটির পাশাপাশি বাকি তিনটি বইয়ের হার্ডকপি ছাত্রদের জন্য ছাপিয়ে দেওয়ার। এতে উল্লেখযোগ্য ব্যয় রয়েছে, যা এই সহায়তার মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব।
✦───【About This App】───✦
আপনাদের দোয়া, ভালোবাসা ❤️ ও সহযোগিতাই আমাদের পথচলার প্রধান শক্তি।
জাযাকুমুল্লাহু খাইরান 🌹
✦──────────────✦
জাযাকুমুল্লাহু খাইরান 🌹
আমরা চাইলে শিক্ষার্থীদের জন্য বইগুলো সংগ্রহ করতে পারি
বইগুলোর বৈশিষ্ট্য:
0 Comments