বেফাক পরীক্ষার রুটিন ২০২৩। BEFAC Exam Routine 2023

ইতিমধ্যেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। তাদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।  আমাদের ওয়েবসাইট থেকে সহজেই পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারেন পিডিএফ/ইমেজ আকারে।

বেফাক পরীক্ষার রুটিন ২০২৩ pdf Download

বুঝার সুবিধার্থে উপরের লেখাটা এখানে লিখে দেওয়া হল–

বিশেষ দ্রষ্টব্য : 

🔹১। আরবি তারিখের সাথে ইংরেজি তারিখের অমিল দেখা দিলে ইংরেজি তারিখই চূড়ান্ত বিবেচিত হবে। সুতরাং ২২ ফেব্রুয়ারি বুধবার হতেই ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা আরম্ভ হবে ইনশাআল্লাহ। 


🔹২। পরীক্ষা প্রতিদিন সকাল ৯:০০ (নয়টা) হতে ১২:৩০ (সাড়ে বারোটা) পর্যন্ত চলবে।


🔹৩। ৩ শাবান ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮:০০ (আটটা) থেকে ১১:৩০ (সাড়ে এগারোটা) পর্যন্ত পরীক্ষা চলবে।


🔹৪। ইবতিদাইয়্যাহ-এর নাযিরা ক্বিরাআতের পরীক্ষা প্রধান নেগরান ও সহকারী নেগরানের দায়িত্বে থাকবে।


🔹৫। ৬ শাবান ২৭ ফেব্রুয়ারি সোমবার ইবতিদাইয়্যাহ-এর নাযিরা ক্বিরাআতের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


🔹৬। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে।


ট্যাগ

  • বেফাক পরীক্ষার রুটিন ২০২৩ 
  • pdf Download
  • বেফাক পরীক্ষার রুটিন ২০২৩
  •  Image Download
  • হাইয়া পরীক্ষার রুটিন ২০২৩
  • pdf Download
  • ৪৬ তম বেফাক পরীক্ষার রুটিন ২০২৩
  • ২০২৩ সালের বেফাক পরীক্ষার তারিখ
  • দাওরা হাদীসের কিতাব pdf Download


Post a Comment

0 Comments