ফয়যুল বারী শরহে সহীহ বুখারী- فيض الباري على صحيح البخاري

 

فيض الباري على صحيح البخاري

🔹اسم الكتاب: فيض الباري على شرح صحيح البخاري.

🔹جمعه العلامة بدر عالم الميرتهي من أمالي الشيخ العلامة أنور شاه الكشميري رحمه الله.


فيض الباري على صحيح البخاري আরবি ভাষায় রচিত আনোয়ার শাহ কাশ্মীরির রহ.-এর সহীহ বুখারীর একটি বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ। এটি মূলত তার দেওয়া সহীহ বুখারীর পাঠ থেকে তার ছাত্র বদরে আলম মিরাটি সংকলন করেন। বদরে আলম মিরাটি ১৮৯৮ সালে উত্তর ভারতে জন্মগ্রহণ করেন। মাজাহির উলুম, সাহারানপুরে শিক্ষালাভের পর ১৯২০ সালে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন এবং লেখাপড়া সমাপ্ত করে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করেন। তার মধ্যে তিনি ৪ বছর আনোয়ার শাহ কাশ্মীরির ছাত্র হিসেবে কাটান। পরবর্তীতে ১৯২৭ সালে আনোয়ার শাহ কাশ্মীরি জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন ডাভেলে চলে গেলে মিরাটিও তার সাথে ডাবেল চলে যান। ডাবেলে শিক্ষকতার পাশাপাশি তিনি আনোয়ার শাহ কাশ্মীরির পাঠদানে অংশে নেন। ছাত্ৰ হিসেবে তিনি আনোয়ার শাহ কাশ্মীরির পাঠসমূহ সংকলন করেন। পরিপূর্ণ সংকলনের পর তিনি কাশ্মীরিকে পুনঃনিরীক্ষা করার অনুরোধ করেন । পরবর্তীতে পাণ্ডুলিপিটি ফয়জুল বারী আলা সহীহ আল বুখারী নামকরণ করা হয়।


লেখক : আনওয়ার শাহ কাশ্মিরী রহ.

প্রকাশনী : দারুল কুতুবুল আলামিয়া, বৈরুত, নেবানন

-------------------------------------------------
ফ্রি ডাউনলোড করুন ফয়যুল বারী PDF (আরবী) ১-৬ খণ্ড।

    Download Link





    Post a Comment

    0 Comments