'ব্য' ও 'ব্যা'-এর ব্যবহার
শব্দের আদিতে ব্য ও ব্যা এর প্রয়োগ :
'ব্য' আর 'ব্যা' নিয়ে বানানে অনেক বিভ্রান্তিতে পড়তে হয় । ব্য ও ব্যা -এর উচ্চারণ সাধারণত একই রকম। উচ্চারণ একই হওয়া সত্ত্বেও কোথাও 'ব্য' আবার কোথায় 'ব্যা' হয়। ফলে বানান লেখার সময় লেখক দ্বিধায় পড়ে যান। এই দ্বিধা দূর করার জন্য নিচের বিষয়গুলি খেয়াল করুন–
ব্য অথবা ব্যা ব্যবহার করে শুদ্ধ বাংলা বানানের নিয়ম।
১.নিয়ম
গ, জ/ঞ্জ, ত, থ, ব, ভ, ষ্ট, স্ত - এগুলোর আগে ব্য হবে। যেমন–
ব্যক্তি, ব্যঞ্জন, ব্যবস্থা, ব্যভিচার, ব্যষ্টি, ব্যথা, ব্যর্থ, ব্যস্ত, ব্যতিক্রম, ব্যক্ত।
২.নিয়ম
ক, খ, ঘ, দ, ধ, প, প্ত, স, হ -এর আগে ব্যা হবে। যেমন–
ব্যাকরণ, ব্যাখ্যা, ব্যাঘাত, ব্যাপ্তি, ব্যাধিত, ব্যাকুল, ব্যাধি, ব্যাপক, ব্যাপার, ব্যাপ্তি, ব্যাস, ব্যাসার্ধ, ব্যাহত ইত্যাদি।
৩.নিয়ম
বিদেশি শব্দের বানানে অবিকল্প 'ব্যা' হয়, 'ব্য' হয় না । যেমন : ব্যাংক, ব্যাগ, ব্যাজ, ব্যাট , ব্যাটারি , ব্যাডমিন্টন , ব্যান্ড , ব্যান্ডেজ , ব্যাপটিস্ট , ব্যানার , ব্যারাক , ব্যারিস্টার , ব্যালট , ব্যালে ইত্যাদি ।
0 Comments