বাংলা যুক্তবর্ণের তালিকা
যুক্তবর্ণ বলতে একাধিক ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বুঝায়। বাংলা লিখন পদ্ধতিতে যুক্তবর্ণের একটি বিশেষ স্থান রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই এই যুক্ত বর্ণগুলো মূল বর্ণের চেয়ে দেখতে ভিন্ন হয় ফলে বুঝতে সমস্যা হয়ে যায়। কিছু কিছু বর্ণ পরস্পর যুক্ত হয়ে তার আকৃতি ও উচ্চারণ ধ্বনিতে এমন পরিবর্তন ঘটে যে, মূল বর্ণ কী ছিলো তা বুঝাই কঠিন হয়ে দাঁড়ায়।
শব্দ যুক্ত হওয়ার পর উচ্চারিত ধ্বনির সাথে ব্যঞ্জনবর্ণের নির্দেশিত ধ্বনির সবসময় সরাসরি সম্পর্ক না-ও থাকতে পারে।
যেমন : পক্ব এর উচ্চারণ হয় পক্কো। বানানে ব-ফলা থাকলেও উচ্চারণে 'ব' ধ্বনিটি অনুপস্থিত।
রুক্ষ এর উচ্চারণ রুখ্খো। বানানের নিয়ম অনুযায়ী ক্ষ যুক্তবর্ণটি ক ও ষ এর যুক্তরূপ হলেও উচ্চারণ হচ্ছে– 'খ'
বানান ও ধ্বনির এই অনিয়মও শিক্ষার্থীর জন্য যুক্তবর্ণের ব্যবহারে একটি বাধা হয়ে দাঁড়ায়।
বাংলায় যুক্ত বর্ণের সংখ্যা ২৫০টিরও উপরে। এর মধ্যে কিছু রয়েছে দুই বর্ণের যুক্তবর্ণ, কিছু আছে তিন বর্ণের যুক্তবর্ণ, কিছু চার বর্ণের যুক্তবর্ণ। সবগুলো উল্লেখ করা বোধহয় প্রয়োজন নেই। আমরা এখানে ৫০টির মত উল্লেখ করবো বাকিগুলো এ থেকে বুঝে নেওয়া যাবে।
- ক্ক = ক + ক ; ধাক্কা, মক্কা
- ক্স = ক + স ; বাক্স, ট্যাক্স
- ক্ষ = ক + ষ ; পরীক্ষা
- ক্র = ক + র-ফলা ; ক্রয় , বিক্রয়।
- ক্ষ্ম = ক + ষ + ম ; লক্ষ্মী, লক্ষ্মীপুর
- ক্ট্র = ক + ট + র ; অক্ট্রয়
- ক্ত = ক + ত ; - রক্ত , ববক্তব্য
- --------------------------------------------
- গ্ধ = গ + ধ ; মুগ্ধ
- ঙ্গ = ঙ + গ ; মঙ্গল
- ঙ্ক = ঙ + ক ; কঙ্কর
- ঙ্খ = ঙ + খ ; পুঙ্খানুপুঙ্খ
- --------------------------------------------
- জ্ঞ = জ + ঞ ; জ্ঞানী
- জ্ঝ = জ + ঝ ; কুজ্ঝাটিকা
- --------------------------------------------
- ঞ্জ = ঞ + জ ; নারায়ণগঞ্জ
- ঞ্ছ = ঞ + ছ ; লাঞ্ছিত।
- ঞ্চ = ঞ + চ ; অঞ্চল, পঞ্চম
- ঞ্ঝ = ঞ + ঝ ; ঝঞ্ঝা
- --------------------------------------------
- ট্ট = ট + ট ; অট্টালিকা
- ট্র = ট + র ; ট্রেন
- --------------------------------------------
- ত্র = ত + র - ফলা ; ত্রাণ, ত্রিকোণ
- ত্থ = ত + থ ; উত্থান, উত্থাপন
- ত্ত = ত + ত ; উত্তম , উত্তর
- স্ত = ত + স ; বাস্তব
- ত্ম = ত + ম ; মাহাত্ম্য
- ত্রু = ত + র ফলা + উ কার ; ত্রুটি, শত্রু
- --------------------------------------------
- দ্ম = দ + ম ; পদ্মা
- ব্ধ = ব + ধ ; লব্ধ
- রূ = র + ঊ কার ; রূপ, রূপালি।
- রু = র + উ কার ; রুই , রুটি।
- --------------------------------------------
- ন্ত্র = ন + ত + র ; যন্ত্রণা
- ন্থ = ন + থ ; গ্রন্থ
- ন্ধ = ন + ধ ; অন্ধ
- ণ্ড = ণ + ড ; খণ্ড, মুণ্ডন
- ম্ন = ম + ন ; নিম্ন
- --------------------------------------------
- ষ্ণ = ষ + ণ ; উষ্ণ
- ষ্ম = ষ + ম ; উষ্ম
- স্খ = স + খ ; স্খলন
- স্থ = স + থ ; স্থল
- স্থ্য = স + থ + য-ফলা স্বাস্থ্য
- স্ন = স + ন ; স্নান
- স্ব = স + ব ; স্বর
- স্ম = স + ম ; স্মরণ
- --------------------------------------------
- হ্য = হ + য-ফলা ; বাহ্যিক
- হৃ = হ + ঋ কার ; হৃদয়।
- হু = হ্ + উ কার ; হুমায়ুন, বহু।
- হ্র = হ + র ফলা ; হ্রাস , হ্রদ।
- হ্ম = হ + ম ; ব্রহ্মপুত্র, ব্রাহ্মণ
- হ্ন = হ + ন = চিহ্ন , মধ্যাহ্ন
- হ্ণ = হ + ণ ; পূর্বাহ্ণ , অপরাহ্ণ।
0 Comments