
আনওয়ারুল মিশকাত.pdf ডাউনলোড
মিশকাত শরীফ হাদীসের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। কওমি মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিতাবটি গুরুত্বের সাথে পাঠদান করানো করা হয়।
দাওরার বছর হাদীসের বিশাল সমুদ্র থেকে হক আদায় করে পড়া পড়ানো খুব কমই সম্ভব হয়। তাই প্রস্তুতি হিসেবে এই কিতাবটি বেশ উপযোগী।
হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণসহ কিতাবটি ভালোভাবে আয়ত্ব করতে পারলে দাওরার বছর অনেক সহজ হবে।
মিশকাতুল মাসাবীহ কিতাবটি একক কোনো গ্রন্থ নয় বরং দুইটি কিতাবের সমন্বয়ে রচিত। মূল কিতাবের নাম হল– 'মাসাবীহ'
মাসাবীহ গ্রন্থটির সংকলক হলেন, মহিউসসুন্নাহ হাফেজ শায়খুল ইসলাম আল্লামা আবূ মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ বাগাভি রহ.।
আর মিশকাতুল মাসাবীহ গ্রন্থটির সংকলক হলেন শায়খ ওলী উদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খতিব তিবরিযী রহ.।
🔹কিতাবুল মাসাবিহ এর লেখক আবু মুহাম্মদ হোসাইন বিন মাসউদুল ফাররা বাগাভী রহ.। নিজ যুগের বড় ইমাম ছিলেন। প্রতিটি শাস্ত্রে তাকে ইমাম ও অনুসরণীয় গণ্য করা হত। সে যুগে মুফাসসির মুহাদ্দিস ও ফতওয়া প্রদানকারীদের শীর্ষে ছিলেন। তার রচিত কিতাব شرح السنة، تفسير معالم التنزيل এবং শাফেয়ী মাযহাবের উপর রচিত فتاوى بغوي এর সাক্ষ্য বহন করে।
শাফেয়ী মাযহাবের প্রসিদ্ধ আলেম কাজী হোসাইন রহ. -এর নিকট ফিকাহ পড়েন এবং হাদীছের সনদ অর্জন করেন সে যুগের প্রসিদ্ধ মুহাদ্দিসীনে কেরাম থেকে।
☆জন্ম ও মৃত্যু
তিনি হিজরী ৪৩৫ সনে জন্ম গ্রহণ করেন এবং হিজরী ৫১৬ সনে ইন্তেকাল করেন। স্বীয় উস্তাদ কাজী হোসাইন রহ.-এর কবরের পাশে مَرُو('মার্ভ') শহরে তাকে দাফন করা হয়।
🔹মিশকাতের লেখকের নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। উপনাম আবু আব্দুল্লাহ। উপাধী হল ওলী উদ্দিন। খতীবে তিবরিযী (বা তাবরিযী) নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি হিজরী অষ্টম শতাব্দীর প্রসিদ্ধ আলেমদের একজন ছিলেন এবং আপন সময়ের বিশিষ্ট মুহাদ্দিছ এবং فصاحت ও بلاغت এর ইমাম ছিলেন। সে সময়ে তাতারীদের ফেতনা ছিলো খুবই ভয়াবহ। তাই কোন কিতাবে তার পূর্ণজীবনী লেখা হয়নি। ফলে তার জন্ম তারিখ জানা যেমন যায়নি, তেমনি মৃত্যু তারিখও জানা যায়নি। তবে অনুমান করে বলা যায় যে, তার ইন্তেকাল হিজরী ৭৩৭ সনের পরেই হয়েছে। কেননা মিশকাত শরীফ সংকলনের কাজ তিনি ৭৩৭ হিজরী সনে সমাপ্ত করেন। তার সম্পর্কে এরচে' বেশি কিছু বলা সত্যই মুশকিল।
-দরসে মেশকাত
- আনওয়ারুল মিশকাত-১ম খণ্ড Download pdf
- আনওয়ারুল মিশকাত-২ম খণ্ড Download pdf
- আনওয়ারুল মিশকাত-৩য় খণ্ড Download pdf
- আনওয়ারুল মিশকাত-৪র্থ খণ্ড Download pdf
- আনওয়ারুল মিশকাত-৫ম খণ্ড Download pdf
- আনওয়ারুল মিশকাত-৬ষ্ঠ খণ্ড Download pdf
- আনওয়ারুল মিশকাত-৭ম খণ্ড Download pdf
0 Comments